শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

শেষ পর্যন্ত বাংলায় শিল্প আসছে! জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত বাংলায় শিল্প আসছে!  জানালেন বাংলার মুখ্যমন্ত্রী
চিত্র: সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: গত ১২ সেপ্টেম্বর দুবাই হয়ে স্পেন রওনা দেন মমতা। ১৩ তারিখ পৌঁছন স্পেনের রাজধানী মাদ্রিদে। বিদেশ থেকে শেষ পর্যন্ত বাংলায় শিল্প আসছে, এমনটাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ মমতার বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করল। তিন শহরে হয়েছে তিনটি শিল্প সম্মেলন। দেশে ফেরার পর বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জবাব,‘‘সফর সফল। বিনিয়োগ আসছে।’’ তিনি আরও বলেন, ‘‘মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।’’ এবারের মমতার এই সফরের মূল উদ্দেশ্য ছিল বিদেশ থেকে রাজ্যে বিনিয়োগ টানা। সেই সঙ্গে ছিল বাংলার ও বাঙালির ফুটবলের উন্নয়ন। 

মুখ্যমন্ত্রীর সফর-দলে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানা। ছিলেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। বিদেশ থেকেই শালবনীতে তাঁর ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেন সৌরভ। 

Published By: Bipradip Das


Share This

0 Comments: