শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়বে বহুজাতিক সংস্থা লুলু

নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়বে বহুজাতিক সংস্থা লুলু
চিত্র: ডিরেক্টর আশরাফ আলির সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 

নিজস্ব সংবাদদাতা: বিদেশ থেকে বাংলায় বিনিয়োগ করতে চান মমতা ব্যানার্জি। বানিজ্য বৈঠকের আগে দুবাইতে বসে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকের আলোচনা থেকে জানা গেছে, কলকাতার নিউটাউনে একটি বিশ্বমানের শপিংমল এবং এই শপিংমলে আলাদা একটি কাউন্টার করা হবে যার নাম দেয়া হবে বিশ্ব বাংলা, যেখানে বিক্রি হবে শুধুই বিশ্ব বাংলার পণ্য। শপিংমলে যে সমস্ত সবজি ফল বিক্রি হবে সেগুলিকে এই রাজ্য থেকেই কিনতে হবে তাদের। এছাড়াও তারা খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতে আগ্রহ প্রকাশ করেছেন। 

দু-সপ্তাহ আগেই আর্থিক পুরুস্কার ঘোষণা করে দিলো আইসিসি

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে লুলু গোষ্ঠীকে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লুলু গোষ্ঠী ২৩৪টি বিপণী রয়েছে। এছাড়াও রয়েছে রিয়েল এস্টেট এবং হোটেলের ব্যবসাও। ভারতে তাদের লখনৌয়ে রয়েছে একটি বড় শপিং মল। এই রাজ্যে প্রথম পা রাখবেন তাঁরা আশা করা যাচ্ছে তাদের পদার্পণে রাজ্যের শ্রী বৃদ্ধি ঘটবে। বাংলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুলতেও আগ্রহী ওই সংস্থা। মৎস্য এবং মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে ওই সংস্থা। বাংলায় দক্ষতা উন্নয়ন প্রকল্পেও আগ্রহ দেখিয়েছে তারা।

Published By: Bipradip Das


Share This

0 Comments: