শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ফের বৃষ্টির সতর্কতা দিলো আবহাওয়া দপ্তর, আগামী দু’ঘণ্টায় ভাসবে কলকাতা

ফের বৃষ্টির সতর্কতা দিলো আবহাওয়া দপ্তর, আগামী দু’ঘণ্টায় ভাসবে কলকাতা
চিত্র: কলকাতার বৃষ্টিপাত

ওয়েব ডেস্ক: ফের বৃষ্টির সতর্কতা দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’ঘণ্টায় কলকাতা শহর ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভাসতে চলেছে। মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ -এর সতর্কতা জারি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকে জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল। তবে সেই নিম্নচাপ কেটে গিয়েছে। শক্তি হারিয়ে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছিল। সেটি পরে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

Published By: Bipradip Das

Share This

0 Comments: