সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

পশ্চিমবঙ্গে আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন

পশ্চিমবঙ্গে আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন
চিত্র: বি আর আম্বেদকর মূর্তির  পাদদেশেআম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদ: এবার বাংলায় পশ্চিমবঙ্গ আম আদমী পার্টি ভারতের সংবিধান দিবস এবং আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করল একই সাথে। পাশাপাশি দলীয় পতাকার সঙ্গে রাজ্য দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে  একটি পদযাত্রা শুরু হয়ে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। আম্বেদকর মূর্তির পাদদেশে দলীয় কর্মীরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন। 

মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, "বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানানো এবং দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার এটি একটি সুযোগ৷  ‘‘এত অল্প সময়ের মধ্যে আপ যে ভাবে আমাদের সহ-নাগরিকদের ভালবাসার গুণে জাতীয় স্তরের একটি দলে পরিণত হয়েছে, তা অভাবনীয়। অরবিন্দ কেজরীওয়ালের ইতিবাচক রাজনীতিকে দেশ জুড়েই মানুষ দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছেন। এই দিনে আমরা সংবিধান রক্ষা এবং মানুষের অধিকারের জন্য লড়াই করার অঙ্গীকার করছি।’’

Published By: Bipradip Das


Share This

0 Comments: