শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

জেলে বসেই পা ফুলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

জেলে বসেই পা ফুলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
চিত্র: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে৷ সেখানে পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে৷ তিনি যে ওয়ার্ডে রয়েছেন, সেখানে দণ্ডিত ও বিচারাধীন বন্দিদের জন্য একটি কমন শৌচাগার রয়েছে৷

জেলে বসে পা ফুলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার আদালতে শুনানি কক্ষে পৌঁছনোর জন্য সিঁড়ি চড়তে অসুবিধা হয় তাঁর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জানিয়েছিলেন বিচারককে সে কথা। তিনি জানান, পা ফুলে থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে। যাতে শুনানি কক্ষে উপস্থিত হতে না হয়,  কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক তাঁকে। আদালতে থাকলেও তাই আপাতত ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন পার্থ। কিন্ত এবার তাঁর তরফে জামিনের আবেদন করা হয়নি। এখন সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন পার্থ।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: