বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী

মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী
চিত্র: সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদ: এবার মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক ক্ষেত্রে বিস্তর অভিযোগ উঠে এসেছে। শুভেন্দুর দাবি, দাবি, আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে অ্যাপ চালু করার জন্য চার বছর আগে ১৫০ কোটি টাকা কেন্দ্র দিয়েছিল। এই অ্যাপের নাম আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট। তিনি বললেন, “এই রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য ১৫০ কোটি টাকা চুরি করেছে। ফলে অ্যাপ চালু হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, আইসিডিএস কর্মীরা বঞ্চিত হচ্ছে। চার বছর আগে পাঠানো এই ১৫০ কোটি টাকা রাজ্য সরকার অন্য খাতে খরচ করেছে বা চুরি করে নিয়েছে। আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এই নিয়ে অভিযোগ পাঠিয়েছি”

এই অভিযোগকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক শিবির।‘বিভ্রান্তিকর’ বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। উল্টে কুনাল ঘোষের দাবি, কেন্দ্র টাকা দিচ্ছেনা ১০০ দিনের কাজের।সাধারণ মানুষের টাকা মেরে দিচ্ছে কেন্দ্র। নতুন নতুন অভিযোগ দাঁড় করাচ্ছে। অনেক তদন্তই হচ্ছে। সেগুলির তথ্য কোথায়? যে যাকে খুশি তদন্ত করতে বলুক। এই বিজেপি সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা।

Published By: Bipradip Das


Share This

0 Comments: